More

    কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে বাল্য বিয়ে প্রতিরোধ সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কাউখালী পিরোজপুর প্রতিনিধিঃ কাউখালীত ব্র্যাকের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ ১৪ নভেম্বর মঙ্গলবার ব্র্যাক ও আমরাজুড়ী ইউনিয়ন পরিষদ সমন্বয়ে বাল্য বিয়ে প্রতিরোধে একটি আলোচনা সভা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান শংকরী রানী কুন্ডু,,ইউনিয়ন পরিষদের সচিব কপিল চন্দ্র মিস্ত্রি সকল ইউপি সদস্যগণ, সকল গ্রাম পুলিশ সহ কাজী, ইমাম, পুরোহিত এবং অন্যান্য ব্যক্তি বৃন্দ।

    অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহাঙ্গীর হোসেন জেলা ব্যবস্থাপক (সেলফ)পিরোজপুর, সার্বিক সহযোগিতায় ছিলেন মিঠুন দত্ত ।

    এ সময় বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে নিজেদের বিভিন্ন কর্ম পরিকল্পনা আলোচনার মাধ্যমে তুলে ধরেন এবং যার যার অবস্থান থেকে বাল্য বিয়ে প্রতিরোধে আন্তরিক ভাবে কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হন।

    সভায় কাজী ইমাম সহ পুরোহিত গন তাদের নৈতিক চেতনা বোধ থেকে বাল্যবিয়ে বন্ধে বিশেষ ভূমিকা পালন করবে বলে মতামত ব্যক্ত করে।

    এছাড়া ও কিশোরীরাএবং তাদের অভিভাবকরা যাতে সচেতন হয় সে ব্যাপারে কাউন্সিলিংয়ের জন্য সুপারিশ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জামায়াতের শতাধিক ট্রলার নিয়ে নৌবহর

    পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আয়োজনে শতাধিক ট্রলার নিয়ে নৌবহর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায়...