More

    বানারীপাড়া চাকরি না পেয়ে প্রধান শিক্ষককে মারধর

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বানারীপাড়া উপজেলার বরিশালের ইলুহার বিহারীলাল একাডেমী স্কুলে নৈশপ্রহরী পদে চাকরি না পেয়ে প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন চাকরিপ্রার্থী সজিব আকন ও তার বাবা চান্দু আকন।

    গুরুতর আহত শিক্ষককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধাংশু কুমার মণ্ডল বাদী হয়ে সোমবার রাতে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়,

    উপজেলার ইলুহার ইউনিয়নের ইলুহার বিহারীলাল একাডেমী স্কুলে শুক্রবার নৈশপ্রহরী পদে ভাইভা হয়। বরিশাল সদর গার্লস স্কুলে অনুষ্ঠিত ভাইভাতে সজিব আকন অংশ নেন। তবে ভাইভাতে প্রথম হয়ে চাকরি পান নাঈম। এতে সজিব ও তার বাবা চান্দু আকন চরম ক্ষিপ্ত হন।

    সোমবার সকালে স্কুলে যাওয়ার পথে বাবা-ছেলে প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুবুর রহমানের পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই প্রধান শিক্ষককে লাঠি দিয়ে এলোপাথারি পিটাতে থাকেন তারা।

    এতে শিক্ষকের ডান পা ও বাম হাত ভেঙে যায়। এ সময় তার ব্যাগে থাকা পরীক্ষার ফিসহ স্কুল ফান্ডের ৮০ হাজার টাকা ও স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র কেড়ে নেন হামলাকারীরা। হামলার বিষয়টি জানতে পেরে এলাকাবাসী, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এগিয়ে এলে বাবা-ছেলে পালিয়ে যান।

    গুরুতর আহত প্রধান শিক্ষক সৈয়দ মো. মাহাবুবুর রহমানকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

    সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আবাসিক হোটেল পপুলার থেকে ১৬ নারী-পুরুষ আটক

    বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নগর‌ীর পোর্ট...