More

    বিএনপির ডাকা অবরোধের পটুয়াখালী সরকারি কলেজের গেটে তালা দিলো ছাত্রদল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে পটুয়াখালী সরকারি কলেজের গেটে তালা দিয়েছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

    বুধবার ১৫ নভেম্বর সকাল ৬টার দিকে অবরোধের সমর্থন জানিয়ে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দুই গেটে তালা ঝুলিয়ে ব্যানার টানিয়ে দেয়।

    স্থানীয়রা জানান, সকালে কলেজের পেছনের গেটে ও প্রধান ফটকের গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দ্রুত চলে যায় ৪-৫ জন যুবক।

    পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন বলেন, অবরোধের সমর্থনে পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারকর্মীরা কলেজের প্রথম গেট ও দ্বিতীয় গেটে তালা দিয়েছে।

    এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।

    পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. জসিম বলেন, এ বিষয়টি আসলে আমাদের জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

     বরিশালে পানিতেই চলছে ক্লাস, ৩৫ বছরেও মেলেনি পাকা ভবন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ১৩০ নম্বর দক্ষিণ ভূতেদিয়া নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হলেও, দীর্ঘ...