More

    টানা বর্ষণে বরিশালের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে বরিশাল নগরীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

    শুক্রবার বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতার এচিত্র দেখা গেছে। বরিশাল নগরীর প্রাণকেন্দ্রে বটতলা থেকে চৌমাথা, বগুড়া রোডের একাংশ, রাজাবাহাদুর সড়কসহ বিভিন্ন অলিগলিতে জলাবদ্ধতা দেখা গেছে।

     

    এছাড়া নগরীর চৌমাথা সিএন্ডবি রোড সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বৃষ্টির পানি জমে রয়েছে।

    বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহমেদ জাগো নিউজকে বলেন, দুপুর ১২টা নাগাদ ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

     

    রাতে বর্ষণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিটে বাতাসের গতি সর্বোচ্চ ৫৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। বরিশাল নদী বন্দরে তিন নম্বর ও পায়রা সমুদ্র বন্দরে সাত নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য দিয়ে বিএনপি নেতার স্কুল সভাপতি হওয়ার অভিযোগ তদন্তে শিক্ষাবোর্ড

     বরিশাল: বানারীপাড়ায় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: সবুর খানের বিরুদ্ধে বিএ পাসের মিথ্যা তথ্য দিয়ে উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের...