আগৈলঝাড়া প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে বরিশালের আগৈলঝাড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার দিনভর ভারি বর্ষনের কারনে উঠতি আমন খেত, বোরো ধানের বীজতলা,
পানবরজ ও মৎস্য ঘেরসহ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়াও শুক্রবার থেকে গতকাল শনিবার দুপুর পর্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে।