More

    বরিশালের ৫৮ রাজনৈতিকের আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: শনিবার সকাল থেকে বরিশাল অঞ্চলের বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা এবং পিরোজপুরের বিভিন্ন রাজনৈতিক আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    যাদের মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য পদমর্যাদার বেশ কয়েকজন আছেন। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির গুরুত্বপূর্ণ পদে আসীন আছেন এমন কয়েকজনও নৌকাপ্রতীক নিয়ে সাংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

    এই ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই প্রথম ঘণ্টায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০, সিলেট বিভাগে ১১, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপর ১৭ এবং রাজশাহী ২৩টি দলীয় ফরম বিক্রি হয়েছে।

    মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের ওপর দলীয় পদ ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে ছিলাম, আছি এবং থাকবো- হাসান মামুন

    স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জননন্দিত নেতা...