স্টাফ রিপোর্টার: তফসিল প্রত্যাখ্যান করে গতকাল রোববার থেকে টানা দুই দিনের হরতাল ডেকেছে বিএনপি। চলমান কর্মসূচির মধ্যে ওই দিন বরিশাল নগরের সড়কে গাড়ি নিয়ে শোডাউন করেছেন সদ্য কারামুক্ত বরিশাল জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান।
হরতাল কর্মসূচি চলাকালীন রোববারের ওই ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করেন নেতা-কর্মীরা।
অভিযোগ উঠেছে, দলটির টানা কর্মসূচিতে দক্ষিণ জেলা বিএনপিসহ নগর ঘেঁষা সদর উপজেলার শীর্ষ নেতারা মাঠে নেই। দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান।
এ সময় সেখানে তাঁর সমর্থনের নেতা-কর্মীরা ছিলেন। তাঁরা তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে একটি সাদা গাড়িতে চড়ে শোভাযাত্রা নিয়ে নগরের সদর রোড থেকে গন্তব্যে যান তিনি।
এ বিষয়ে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন খান জানান, তিনি ১ নভেম্বর অবরোধ চলাকালে সিঅ্যান্ডবি রোড থেকে গ্রেপ্তার হন।
রোববার সন্ধ্যার আগে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তাঁর ধারণা ছিল পুলিশ আবার তাকে গ্রেপ্তার করবে। সে কারণে গাড়িতে করে স্থান ত্যাগ করার চেষ্টা করেন।
তিনি আক্ষেপ করে আরও বলেন, ‘সদর উপজেলা আহ্বায়ক এনায়েত হোসেন বাচ্চু, সদস্যসচিব রফিকুল ইসলামও মাঠে নামছে না। যদিও এটি বিএনপির ঘাঁটি। তাদের বলা হয়েছে কিন্তু শুনছেন না।
এ বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহিন বলেন তিনি দেখেছেন আবুল ভাই জেল গেট থেকে বেড়িয়ে সাদা একটি গাড়িতে চড়েছেন।
হরতালের মধ্যে এটা এক ধরনের ভুল হতে পারে। জেল গেটে কিছু কর্মী গেছে। তবে সেখানে শোডাউন কিংবা ফুল দিয়ে বরণ করা হয়নি। তিনি আরও বলেন, ‘সদর উপজেলা বিএনপির নেতাদের কার্যক্রম ধীর গতির।
তাদের কাজ সন্তোষজনক নয়। এ বিষয়ে মন্তব্য জানতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।