More

    বরিশালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৩ এর এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

    এবছরের স্লোগান ছিল “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার”।

    আজ ২১ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেসি সভার আয়োজন করে বরিশাল জেলা প্রশাসন।বাস্তবায়নে ছিল পরিবার পরিকল্পনা বিভাগ।

    সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল পুলিশ সুপার ডিআইজি রেঞ্জ কার্যালয় কাজী মোঃ ছোয়াইব, পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, পরিচালক (পরিবার পরিকল্পনা) মোঃ নিয়াজুর রহমান, সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২০২৩ এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের সাতটি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  মঙ্গলবার...