More

    বরিশালে বাসদের জেলা সম্মেলন অনুষ্ঠিত : ডাঃ মনীষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আজ ২৫শে নভেম্বর সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে বাসদ বরিশাল জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান।

    উদ্বোধনের পরেই একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিশেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী ও পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিজন শিকদার। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ।

    আরও বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দ্দন দত্ত নান্টু, বাসদ বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দুলাল মল্লিক প্রমুখ।

    বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে, সর্বশেষ গত ১৫ নভেম্বর ২০১৪ এবং ২০১৮ সালের মত একতরফা নির্বাচনের গনবিরোধী তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে। সরকার নির্বাচনী উৎসব করছে অথচ জনগণ সারাদেশের পরিস্থিতি নিয়ে সন্ত্রস্ত।

    একদিকে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আরেকদিকে শ্রমিকদের ন্যুনতম মজুরির আন্দোলনে গুলি চালিয়ে সরকার নিজের গনবিরোধী চরিত্র বারবার প্রমাণ করে চলেছে। এই গনবিরোধী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে শ্রমিকশ্রেণীর নেতৃত্বে গণ অভ্যুত্থান গড়ে তোলার জন্য বক্তারা জনগণের প্রতি আহবান জানান।

    বক্তারা আরও বলেন, বরিশাল একটি বিভাগীয় শহর হওয়ার পর ও এখানে গ্যাস সংযোগ নেই, শিল্পায়ন নেই। ২৮ বছর আগে ভোলায় গ্যাস আবিষ্কৃত হলেও আজ পর্যন্ত বরিশাল বিভাগে গ্যাস সংযোগ দেয়া হয়নি বরং অন্যত্র এই গ্যাস সরবরাহের চুক্তি করা হয়েছে।

    বক্তারা অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে বরিশাল বিভাগের শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে সংযোগ দেয়ার দাবি জানান। বক্তারা বরিশালের জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে সকল খাল পুনরুদ্ধার ও সংস্কার করার দাবি জানান।

    আলোচনা সভার শেষে ডাঃ মনীষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যবিশিষ্ট বাসদ বরিশাল জেলা শাখার ২য় কমিটিকে পরিচিত করিয়ে দেয়া হয়।

    বাসদ বরিশাল জেলা শাখার ২য় জেলা কমিটি:
    বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ
    বরিশাল জেলা শাখা
    ফকিরবাড়ি রোড, বরিশাল
    ৯ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত জেলা কমিটি

    সমন্বয়ক: ডাক্তার মনীষা চক্রবর্ত্তী
    সদস্য সচিব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বরিশাল জেলা শাখা
    সদস্য, কেন্দ্রীয় কমিটি

    সদস্য:
    ১। দুলাল মল্লিক
    সভাপতি(ভারপ্রাপ্ত), সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা
    সদস্য, বাসদ, বরিশাল জেলা
    ২। গোলাম রসুল
    সহ-সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা
    সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা
    ৩। বেল্লাল গাজী
    ক্রীড়া সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা
    সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা
    ৪। শহিদুল ইসলাম হাওলাদার
    দপ্তর সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা
    সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা
    ৫। মাফিয়া বেগম
    সভাপতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বরিশাল জেলা শাখা
    ৬। বিজন সিকদার
    সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর
    শাখা,সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা
    সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা
    ৭। মোশাররফ হোসেন
    সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা
    ৮। মো: শহিদুল ইসলাম
    সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ১৩ নং ওয়ার্ড, বরিশাল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    জামায়াতের ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান ‎

    ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (কেশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে...