More

    চরমোনাই মাহফিলে গিয়ে নদীতে নেমে যুবকের মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ চরমোনাই মাহফিলে নদীতে গোসলে নেমে মো. এনামুল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়।

    শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চরমোনাই মাদরাসা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। এনামুল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকার বাসিন্দা।

    তার মরদেহ উদ্ধার করে বরিশাল নৌপুলিশের হেফাজতে রাখা হয়েছে। চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ বলেন, দুপুরে তারা চার বন্ধু একসঙ্গে গোসলে নামেন।

    পরে কীভাবে এনামুলের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল নৌপুলিশের হেফাজতে দেওয়া হয়। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

    স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বলেন দুপুরে চার বন্ধু একসঙ্গে গোসলে নামেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মাদারীপুরের ডাসারে নরসুন্দরদের মাঝে লাইব্রেরীর সামগ্রী বিতরণ

    মো.নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী...