স্টাফ রিপোর্টারঃ চরমোনাই মাহফিলে নদীতে গোসলে নেমে মো. এনামুল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চরমোনাই মাদরাসা সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। এনামুল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকার বাসিন্দা।
তার মরদেহ উদ্ধার করে বরিশাল নৌপুলিশের হেফাজতে রাখা হয়েছে। চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ বলেন, দুপুরে তারা চার বন্ধু একসঙ্গে গোসলে নামেন।
পরে কীভাবে এনামুলের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল নৌপুলিশের হেফাজতে দেওয়া হয়। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বলেন দুপুরে চার বন্ধু একসঙ্গে গোসলে নামেন। পরে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।