মো.নাসির উদ্দিন ফকির লিটন মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সৈয়দা ইরন নাহার পাঠাগারের উদ্যোগে নরসুন্দর সেলুন দোকানিদের মধ্যে লাইব্রেরির সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ই নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ডাসার সৈয়দা ইরন নাহার পাঠাগারে এ সেলুন লাইব্রেরীর সামগ্রী বিতরণ করা হয়েছে।
সৈয়দা ইরন নাহার পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার,এছাড়াও আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীর হোসেন,মোহাম্মদ দিদার হোসেন, ধীরেন্দ্রনাথ ভক্ত,বিভূতিভূষণ মন্ডল,ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ইরন নাহার পাঠাগার একটি ব্যতিক্রম সৃজনশীল উদ্যোগ নিয়েছে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই।
অনেকে সেলুনে গিয়ে অযথা বসে থাকে,অলস সময় কাটায় এই সময়টা যেনো অলস না কাটিয়ে তাঁরা বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে,বই আমাদের প্রকৃত বন্ধু। এসময় উপজেলার চারজন নরসুন্দর সেলুন দোকানির মাঝে সেলুন লাইব্রেরীর সামগ্রী হিসেবে বই,বুকসেলফ এবং টি শার্ট দেয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী কলেজের শরীরচর্চা বিভাগের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।
