কলাপাড়া প্রতিনিধি : বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসানের পিতা আবদুল হামিদ মাতুব্বর (৯৬)
২৬ নভেম্বর রোববার সকাল ৬ টা ১৫ মিনিটে ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি..রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
রোববার এশা নামাজ বাদ মরহুমের নামাজে জানাজা শেষে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।