More

    আগৈলঝাড়ায় ধরিত্রী প্রকল্পের আয়োজনে মাঠ দিবস পালিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উন্নত চাষবাদ চর্চার জন্য জৈব পদ্ধতি এবং মাটির স্বাস্থ্য সংরক্ষণ শেখার জন্য মাঠ দিবস পালিত হয়েছে।

    গতকাল মঙ্গলবার কারিতাস বরিশাল অঞ্চলের ধরিত্রী প্রকল্পের আয়োজনে রাজিহার ইউনিয়নের মধ্য রাংতা গ্রামে কারিতাস মার্কেটিং প্রমোশন অফিসার জর্জ বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,

    কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু। এসময় আরও বক্তব্য রাখেন, ইউপি সদস্য আনোয়ার হোসেন, ধরিত্রী প্রকল্পের ফ্যাসিলেটর মি. এডওয়ার্ড অন্তু রায়, মিঠু রানী দাসসহ উপজেলা কৃষি অফিসার, সাংবাদিক,

    মেম্বরবৃন্দ, স্থানীয় কৃষক, প্রকল্পের উপকারভোগী ও প্রকল্প কর্মীবৃন্দ। আলোচনা সভায় উন্নত চাষের চর্চার জন্য জৈব বৈচিত্র এবং মার্টির স্বাস্থ্য সংরক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

    পরে প্রকল্পের উপকারভোগী ৩ জন কৃষকের মঝে পুরষ্কার বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অবৈধ দখলমুক্ত হওয়ার পরে প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বেল’স পার্ক

    নগর প্রশাসকের সরাসরি তত্ত্বাবধানে শনিবার রাতভর বরিশাল মহানগরীর শ্রান্তি–বিনোদনের প্রাণকেন্দ্র বেল’স পার্ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ফলে...