কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিববুর রহমান।
বুধবার দুপুর দুইটায় সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেনের কাছে তিনি মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন তার বড় ভাই ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি),
চিকিৎসক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ীক মুসফিকুর রহমান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার,
রাঙ্গাবালী উপজেলার আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রমুখ। মনোনয়ন পত্র দাখিলের সময় অনেকটা উচ্ছ্বসিত ছিলো নেতাকর্মীরা। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
আপর দিকে ওই দিন বিকেল ৫টায় আওয়ামী লীগের সাবেক এমপি মরহুম আনোয়াউল ইসলাম মিয়ার মেজ ছেলে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল ইসলাম লিটন নির্বাচনকে সামনে রেখে শোডাউন করেছেন।
শোডাউন শেষে মনোহরী পট্রিতে এক পথ সভায় লিটন বলেন, বৃহস্পতিবার তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করবেন।
এছাড়া সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাহবুবুর রহমান ও বৃহস্পতিবার সতন্ত্র প্রর্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করবেন।