More

    সংসদ নির্বাচন পটুয়াখালী-৪ কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর  পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়া সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারের দুই সমর্থককে কাঁপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

    আহত কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনিরুল ইসলাম ও যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ওয়াসিম তালুকদারকে রক্তাক্ত জখম অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কলাপাড়া পরিসরের গোডাউন ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটেনিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া থানার ওসি আলী আহমেদ হাসপাতালে আহতদের দেখতে যান।

    আহতরা বলেন, সকালে মনোনয়ন পত্র জমা দেয়ার কথা স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান তালুকদারের। এ কারণে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সমর্থকদের মিলাদে জমায়েতের জন্য তারা সড়কে দাড়িয়ে ছিলেন।

    আহতদের অভিযোগ নৌকা প্রার্থীদের অভিযোগ এ সময় অতর্কিতভাবে তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা।

    কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল কে কেন্দ্র করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়েরের করেনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

    ভোলা উপজেলা সদরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফের বাসার সামনে থেকে রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...