আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যানগণসহ আইন—শৃংঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন—শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস,
জঙ্গিবাদ—মাদকসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও মো. সাখাওয়াত হোসেন।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইন—শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা প্রতিরোধ করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।