More

    কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলা

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীও বোন শাহিনা পারভীন সীমা (৩৯) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

    শনিবার বিকেল সাড়ে ৪ টার সময় কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটেছে। শাহিনা পারভীন এ ঘটনার জন্য স্বাধীন মীরা নামে এক যুবককে দায়ী করেছেন।

    তাঁর বাসা কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন অভিযোগ করে বলেন, আমি উপজেলা পরিষদের একটি উন্নয়নমূলক কাজ দেখতে নীলগঞ্জ ইউনিয়নে গিয়েছিলাম।

    সেখান থেকে মোটরসাইকেলে করে কলাপাড়া পৌর শহরের বাসায় ফেরার পথে এতিমখানা এলাকায় আমার ওপর হামলা চালানো হয়। স্বাধীন মীরা নামে এক যুবক অতর্কিতে এসে আমার ওপর হামলা চালায়। আমি মোটরসাইকেলের ওপর বসে ছিলাম। প্রথম সে আমার গায়ে লাথি মারে।

    এরপর আমি পড়ে গেলে লাঠি দিয়ে আমাকে মারধর করে। এক পর্যায়ে দৌড়ে গিয়ে একটি সেলুন থেকে কাঁচি এনে তা দিয়ে আঘাত করে। এতে আমার ডান হাতের কনুই বরাবর কেটে ক্ষত হয়েছে।

    লাঠি দিয়ে পেটানোর কারণে আমার শরীরের নানা জায়গায় জখম হয়েছে। এ ঘটনার পর স্থানীয়রা শাহিনা পারভীন সীমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

    এখন তিনি সেখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিলা হাসির তৃষা বলেন, নারী ভাইস চেয়ারম্যানের ডান হাতের কনুই কেটে ক্ষত হয়েছে।

    তা ছাড়া তাঁর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। আমরা চিকিৎসা দিয়েছি। দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নিজ বাসায় ফিরছিলেন।

    এতিমখানা এলাকা দিয়ে যাওয়ার সময় দেখেন স্বাধীন নামে এক ছেলে অটোর এক চালককে চর মারছেন। এ দৃশ্য দেখে নারী ভাইস চেয়ারম্যান ওই ছেলেকে চর মারেন।

    এতে সে ক্ষিপ্ত হয়ে নারী ভাইস চেয়ারম্যানের ওপর হামলা করেন।

    তিনি আরও বলেন, ওই ছেলেটি মাদকাসক্ত বলে শুনেছি। আমরা ওই ছেলেকে ধরার চেষ্টা করছি। স্বাধীন মীরা নামে ওই যুবকের বক্তব্য নেয়ার জন্য চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর অভিভাবকরাও এ নিয়ে বক্তব্য দিতে রাজি হয়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

    ভোলা উপজেলা সদরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফের বাসার সামনে থেকে রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...