আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
গতকাল বুধবার উপজেলার বাকাল ইউনিয়নের কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারন সম্পাদক শহিদ তালুকদার,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, সাধারন সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পাইক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল—১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ।
আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র বিজয় সুনিশ্চিত করতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে দলীয় নেতা— কর্মীদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
যদিও বরিশাল—১ আসনের বর্তমান এমপি আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের একক প্রার্থী থাকায় পূর্বে থেকেই আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম শুরু হলেও তফসিল ঘোষণার পরে বিশেষ সাংগঠনিক সভার মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
ওই সভায় আসন্ন নির্বাচনে দলের নেতা—কর্মীদের কর্মকৌশল প্রণয়নেরে পাশপাশি করণীয় ও বর্জনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করা হবে।
দলের সিদ্ধান্ত অনুযায়ী ৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাজিহার ইউনিয়নের বাশাইল শহীদ সুকান্ত আবদুল্লাহ কলেজ মাঠে, ৮ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটায় গৈলা ইউনিয়নের গৈলা শিশু নিকেতন মাঠে,
৯ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং ১০ ডিসেম্বর রোববার বিকেল তিনটায় বাগধা ইউনিয়নের নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে।