More

    আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে
    অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    জানা গেছে, গতকাল রোববার সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
    উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে উপজেলা স্বাস্থ্য
    কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এর সভাপতিত্বে আলোচনা
    সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ
    সেরনিয়াবাত।

    এসময় আরও বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ,
    উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদার, ডা. অর্নব সাহা,
    ডা. তরিকুল ইসলাম, ডা. রায়হান আলম, ডা. শিশির কুমার গাইন, ডা. অংকুর
    কর্মকার, স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট
    (ইপিআই) মো. মিজানুর রহমানসহ প্রমুখ।

    স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার ৫টি ইউনিয়নের
    ১২১টি কেন্দ্রের মাধ্যমে ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬
    মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১ হাজার ৬ শত ৬৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন
    “এ” প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৪ হাজার ৯ শত ১ জন
    শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...