আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পালিত হল জাতির পিতার ভাগ্নে দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ৭৯তম জন্মদিন।
গতকাল রোববার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সন্তান আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র জন্মদিনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সেরাল গ্রামে জন্ম নেয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সুযোগ্য সন্তান আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহন করেন।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর কর্মময় জীবন ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ,
সাধারণ সম্পাদক শহিদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক।
আলোচনা সভা শেষে প্রাণ প্রিয় নেতার সু— স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।