কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ১০ ডিসেম্বর সবার জন্য মর্যদা, স্বাধীনতা এবং ন্যয় বিচার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কলপাড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস —২০২৩ পালিত হয়েছে।
মৎস্যজীবী নারীদের ক্ষমতায়ন এবং নারীদের উন্নয়ন প্রকল্পের আওতায় এনএসএস এর আয়োজনে ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফ্যাম ইন বাংলাদেশের সহোযেীতায় রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নাগরিক ফোরামের সভাপতি প্রবীন সাংবাদিক শামসুল আলমের সভাপতিত্বে ও প্রজেক্ট সমন্বয়ক আলীয়া মান্নান যুগ্ন্ধসঢ়; এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান। বিশেষ আতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: তাসলিমা আকতা।
অন্যান্যের মধ্যে শিক্ষিকা নারী নেত্রি নমিতা রানি দত্ত, সাংবাদিক অমল মুখাজীর্, নেছারউদ্দিন আহমেদ টিপু, অংশি জনদের মধ্যে বক্তব্য রাখেন,
হেলেনা বেগম, রীতা আকতার, আমেনা বেগম প্রমূখ। সভায় স্ব—স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ৯ অংশি জনকে উত্তরিও এবং পুরুস্কার বিতর করেন প্রধান আতিথি ও সভার সভাপতি।