আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত দুই জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করার পরে একজনকে ঢাকায় প্রেরন করা হয়।
এঘটনায় বরিশাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের রাসেল সিকদারের সাথে একই বাড়ির শহিদ সিকদারের জমির বিরোধকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়।
পরে মৃত মজিবুর রহমান সিকদারের দুই ছেলে শহিদ সিকদার ও সৈয়দ সিকদার বাকবিতন্ডার একপর্যায় রাসেল সিকদার (৩৫) ও তার পিতা অলিল সিকদার (৬০) কে গাছের মুগুর দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় তাদের হামলায় রাসেলের হাত ভেঙ্গে যায় এবং তার পিতা অলিল সিকদারের মাথা ফেটে খুলি বের হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করে।
পরে বৃদ্ধ অলিল সিকদারের অবস্থার অবনতি ও জ্ঞান ফিরে না আসায় ওই দিন রাতেই ঢাকা আল মানার হাসপাতালে প্রেরন করা হয়।
এঘটনায় রোববার রাসেল সিকদার বাদী হয়ে অভিযুক্ত শহিদ সিকদার ও তার ভাই সৈয়দ সিকদারকে আসামী করে বরিশাল আদালতে মামলা দায়ের করেন।