More

    কলাপাড়ার পাখীমারা বাজারে কৃষদের সমাবেশ বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি পেশ

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি: ১১ ডিসেম্বর  পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা বাজারে কৃষকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

    বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার সকাল ১১টায় স্থানীয় প্রায় পঁচ শতাধিক কৃষক কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

    এসময় বক্তারা কৃষকদের নিকট থেকে সরাসরি ৪৯ কেজির বদলে ৪০ কেজিতে মণ হিসেবে ন্যায্যমূল্যে ধান ক্রয় এবং খাল বিল—জলাশয় দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন।

    সমিতির নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং কৃষক নয়নাভিরাম গাইন নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমরেড নাসির তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক মোঃ আমিনুল ইসলাম ও আঃ হক গাজী প্রমুখ।

    বক্তারা এসময় দাবি করেন পাখীমারা বাজারে গরু ছাগলের হাট পুনরায় চালু ও নীলগঞ্জ ইউনিয়নের সকল খালের ইজারা বাতিলের দাবি রাখেন সংশ্লিষ্ট কতৃর্পক্ষের কাছে।

    সভা শেষে লাল পতাকা নিয়ে কৃষকরা বিক্ষোভ করেছে। উল্লেখ্য কলাপাড়ায় দীর্ঘ বছর যাবতধান ক্রয়ের সময় কৃষদের কাছ থেকে ৪০ কেজিতে মনের বদলে ৪৯ কেজিতে মন ধরে ধান ক্রয় করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

    ভোলা উপজেলা সদরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফের বাসার সামনে থেকে রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...