More

    আগৈলঝাড়ায় শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

    গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে হাসপাতালের আরএমও ডা. অর্নব সাহার সভাপতিত্বে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানে কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. বখতিয়ার আল মামুন।

    উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম রঞ্জন হালদার, ডা. তরিকুল ইসলাম, ডা. রায়হান আলম, ডা. শিশির কুমার গাইন, ডা. অংকুর কর্মকার, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান প্রমুখ।

    উপজেলার ৫টি ইউনিয়নের ১২১টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়স পর্যন্ত ১ হাজার ৬ শত ৬৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়স পর্যন্ত ১৪ হাজার ৯ শত ১জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল-৫ আসনে মনোনয়ন চান বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে অংশগ্রহণ করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন...