More

    কালকিনিতে অভাব অনাটনের কারনে যুবকের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে প্রচন্ড অভাব অনাটনের কারণে নিজের উপর ক্ষিপ্ত হয়ে পুনয় মন্ডল(৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

    নিহত পুনয় মন্ডল উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের পার্থ মন্ডলের ছেলে।

    পরে আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, যুবক পুনয় মন্ডলের তেমন কোন নিদিষ্ট পরিমান উপার্জন না থাকায় তার পরিবারে তিব্র অভাব অনাটন দেখা দেয়।

    অনেক সময় তার পরিবারের সদস্যদের অর্ধাহার দিন কাটাতে হত। এ নিয়ে তার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। এ অশান্তি থেকে মুক্তি পেতে মঙ্গলবার ভোর রাতে পুনয় মন্ডল নিজের উপর ক্ষিপ্ত হয়ে ঘরের আড়ার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে কালকিনি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়।

    নিহতের প্রতিবেশি আলমাছ বেপারী জানান,পারিবারিক ভাবে অভাব অনাটনের কারনে পুনয় আত্মহত্যা করেছে বলে আমি শুনেছি। এব্যাপারে কালকিনি থানার ওসি মো.নাজমুল হাসান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...