More

    পায়রা বন্দরে প্রথমাবের মতো এসেছে এলপিজি গ্যাসবাহী জাহাজ,চলছে খালাস

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় প্রথমবারের মতো ভিড়েছে এলপিজিবাহী (তরল গ্যাস) মাদার ভেসেল।

    তিন হাজার তিনশ’ মেট্রিকটন এলপিজিবাহী জাহাজ ৩৯ এমভি বসুন্ধরা এলপিজি চাতকী্৩৯  থেকে মঙ্গলবার থেকে বন্দরের ইনার এ্যাংকোরেজে বসে লাইটার জাহাজের মাধ্যমে গ্যাস খালাস কার্যক্রম শুরু করে বলে নিশ্চিত করছেন জাহাজের ক্যপটপন ফরমান উল্লাহ আনসারী।

    বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে এলপিজি পাঠানো হচ্ছে ঢাকায়। দুবাই থেকে আমদানিকৃত এপিজি গ্যাস প্রথমে চট্রগ্রাম বন্দর আসা একটি মাদারভ্যাসেল থেকে এসব গ্যাস অন্য জাহাজে করে নিয়ে আসা হয় পায়রা বন্দরে।

    পায়রা বন্দরের যুগ্ম সচিব মোঃ সেহরাব হোসেন বলেন, বসুন্ধরা গ্রুপের এই জাহাজটি গত সোমবার বন্দেরর ইনারে এসে পৌছায়। পায়রা বন্দরের সাড়ে ১০ মিটার গভীরতার রাবনাবাদ চ্যানেলে অবস্থানরত এমভি বসুন্ধরা এলপিজি চাতকী্য়ঁড়ঃ  থেকে সাড়ে ৫ মিটার গভীরতার চ্যানেল দিয়ে স্বল্প সময়ে ও কম খরচে গ্যাস ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

    পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শরীফুর রহমান বলেন, পায়া বন্দর হচ্ছে দেশের প্রথম বন্দর এবং গভীরতম বন্দর।

    এই বন্দরের মাধ্যমে ২০১৬ সাল থেকে চলতি বছরের ১৩ ডিসেম্বর পর্যন্ত দুই হাজার ২৬৪ টি জাহাজ এসেছে।

    এই বন্দরটি অধুনিক ও স্মার্ট বন্দর হিসেবে দেশ ও বিদেশিদের কাছে বানিজ্যিক ভাবে পরিচিতি লাভ করেছে। প্রতি বছর এই বন্দরে জাহাজ আসার সংখ্যা বাড়ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হঠাৎ ৪০ টাকা বৃদ্ধি, কারসাজির অভিযোগ

    দেশের পেঁয়াজের বাজারে হঠাৎ শুরু হয়েছে অস্থিরতা। মাত্র পাঁচ-ছয় দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। রাজধানীর...