কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি :১৩ ডিসেম্বর পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় একই রাতে নয়টি দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান গুলোর সার্টার ভেঙ্গে ভিতরে ঢুকে এ ঘটনা ঘটায় সংঘবন্ধ চোরচক্র।
বুধবার সকালে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী—৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মো.মাহবুবুর রহমান তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে চোরেরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে কি পরিমান মালামাল কিংবা নগদ টাকা নিয়ে গেছে তা জানা যায়নি। মঙ্গলবার রাতে টহল পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে ব্যবসায়ীরা ।
জানা গেছে, কলাপাড়া থানা থেকে মাত্র ৫০০ গজ দূরত্বে কলাপাড়া পৌরশহরের প্রান কেন্দ্রে নতুন বাজার এলাকায় মেসার্স সুবর্না বস্ত্রালয়, নুরবস্ত্রালয়, তাহিরা গার্মেন্টস, শাহি গামেন্টস, বাদশা লাইব্রেরী ,সাহা কেবিন, মেসার্স নরেন্দ্র লাল সাহা এন্ড সন্স, নান্নু টেডার্স, কাজী ড্রাগস হাউস এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে একাধিক ব্যবসায়ীরা জানান, একই রাতে নয়টি দোকানে চুরির ঘটনা ঘটাতে অনেক সময়ের ব্যাপার।
এছাড়া সকল দোকান গুলো পৌরশহরের প্রধান সড়ক সংলগ্ন। এতে টহল পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ ভাবে হতে পারে না বলে তারা উল্লেখ করেন।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহমেদ জানান, চুরি ঠেকাতে কিংবা সংশ্লিষ্ট চোরদের গ্রেফতার করতে তারা আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অপদিকে, কলাপাড়া পৌরশহর বন্দর ব্যবসায়ী সমিতি বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জরুরী এক সভা আহবান করেন সভায় পটুয়াখালী—৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মুহিববুর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলী আহমেদ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।