More

    বীমার টাকার লোভে স্ত্রীকে হত্যার অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগের স্মাতকোত্তরের শিক্ষার্থী মো. স্বাধীন হোসেন। তার ছোটবোনের নাম রিফাত জাহান চাঁদনী। তার বোন চাঁদনীকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ তুলেছে। তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেন বলে জানান তার পরিবার।

    হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। যৌতুক ও বীমার টাকার লোভে হত্যা করা হয় প্রাথমিক ধারণা তার পরিবারের। শারীরিক নির্যাতনের মাধ্যমে বিদ্যুতাহত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।

    ১৩ ডিসেম্বর বেলা ১টার দিকে বিচার চেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেইন ফটকের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানববন্ধনে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, আমরা শুনেছি তাকে(চাঁদনীকে) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী ও শশুরবাড়ির লোকজন বীমার টাকার লোভে তাকে হত্যা করে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের দাবি জানাচ্ছি।

    হিসাববিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব সারোয়ার বলেন, বিদ্যুতাহত করে এমন নৃশংস হত্যার বিচার চেয়ে আমরা প্রতিবাদ করছি। তার বোনের মুখে,পায়ের তলায় বড় দাগ রয়েছে। যেটা নিশ্চিত হওয়া গেছে তারা নির্যাতন করে হত্যা করেছে।

    এর সাথে নির্যাতনের অন্য যোগসূত্র আছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেয়া উচিত। হত্যার শিকার চাঁদনীর বড় ভাই স্বাধীন হাসান জানান, ১০ডিসেম্বর রাত ১১টার দিকে হত্যা করে তার স্বামী ও শশুরবাড়ির লোকজন। পরের দিন সকাল সাড়ে ১১ টার পরে আমাদেরকে জানানো হয়। আমরা গিয়ে দেখি একেবারে বিবস্ত্র অবস্থাতে শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে পড়ে আছে। অভিযোগ করে বলেন, তাকে(চাঁদনীকে) যৌতুকের টাকার জন্য চাপ দেওয়া হতো। প্রতিনিয়ত শারীরিক নির্যাতন করত।

    শেষ সময়ে চাঁদনীকে ভুল বুঝিয়ে সোনালী লাইফ ইনসুরেন্সে ২৮ নভেম্বরে ২০ লাখ টাকার একটা হিসাব খোলানো হয়। যাতে নমিনি করে তার স্বামী মশিয়ারকে। মাত্র একটা প্রিমিয়াম জমা দেয়। আরেকটি ১৫ লক্ষ টাকার হিসাব খুলতে চায়। যাতে চাঁদনীকে মেরে ফেলে টাকা নিজে নামে নিতে পারে।

    সেজন্য তাকে বার বার নির্যাতন করা হতো। যৌতুকের টাকার জন্য ও ইনসুরেন্সের টাকা পাওয়ার আশায় হত্যা করে বলে চাঁদনীর পরিবারের অভিযোগ। চাঁদনীর পরিবার থেকে জানানো হয় এ বিষয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।

    মামলায় অভিযুক্তরা হলেন চাঁদনীর স্বামী মশিয়ার রহমান, নোনদ কাকলি খাতুন, শাশুড়ি ফনি বেগম, নোনদ জলি খাতুন, শ্বশুর আশরাফ আলীসহ অজ্ঞাতনামা।

    আসামিদের গ্রাম চুয়াডাঙ্গা জেলার মহেশপুর উপজেলার গুড়দাহে। হত্যার শিকার চাঁদনীর বাড়ি একই জেলায়। হিসাববিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম আহসানের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,

    চুয়াডাঙ্গা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, নেওয়াজ, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের বন্ধন মন্ডল ও একই বিভাগের তৃতীয়বর্ষের মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাংবাদিক শরীফ মো. ফায়েজুল কবীরকে সংবর্ধনা প্রদান

    নিজস্ব সংবাদদাতা: জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক আলোচনা সভা ও এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।...