More

    কালকিনিতে বাস-প্রাইভেটকার-অটোভ্যানের ত্রিমুখি সংঘর্ষে নারী যাত্রীসহ আহত-১০

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে একটি যাত্রীবাহি বাসের সঙ্গে প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

    এতে এক ভ্যান চালক ও নারীসহ কমপক্ষে ১০জন যাত্রী আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    বুধবার বিকালে ঢাকা- বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটা (মজিদবাড়ি) নূর জেনারেল হাসপাতালের সামনে এ ভয়াবহ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়া আসা বরিশালগামী সাকুরা পরিবহনের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখি সংঘর্ষ হয়।

    এতে ভ্যান চালক আলামিন মাতুব্বর (৩৭), সিফাত তালুকদার (১৫), রুপবান (৫০) ও মীম খানসহ ১৪ জন যাত্রী আহত হয়।এদিকে ভ্যান চালক আলামিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    প্রত্যক্ষদর্শী শামীম জানান, নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের সঙ্গে ত্রিমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকারের ও অটো ভ্যানের। অল্পের জন্য অনেক যাত্রীর জীবন বেঁচে গেলেও অনেকে গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছি। আহত যাত্রীদের দ্রুত চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) অসুস্থ, সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি

    গণমাধ্যম কর্মী রিফাত হোসেন (জামাল) বেশ কিছুদিন ধরে লিভারজনিত জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে...