More

    পটুয়াখালীর কলাপাড়ায় এক কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ী আটক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ইমন আল আহসান, কলাপাড়া প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ মো. নাসির সরদার (৪৮) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেন কলাপাড়া থানা পুলিশ।

    ১২ ডিসেম্বর মঙ্গলবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে নাসিরের বসত ঘড় থেকে আটক করা হয়।

    কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. আলী আহম্মেদ এর নির্দেশে, গোপন সংবাদের ভিত্তিতে এস আই রিয়াজ, কনস্টবল রাসেল,ফজলু ও ইউসুফ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাসির সরদারের বসত ঘড় থেকে এই গাঁজা উদ্ধার করেন।

    কলাপাড়া থানা অফিসার ইনচার্জ ওসি মো. আলী আহম্মেদ জানান, লালুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রাম থেকে নাসির সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজা সহ আটক করা হয়েছে, তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলায় সাবেক ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার

    ভোলা উপজেলা সদরে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফের বাসার সামনে থেকে রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...