More

    প্রথম দিন ৪ গাড়িতে আগুন, ভাঙচুর, পিকেটিং

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা একাদশ দফায় ৩৬ ঘণ্টা অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ হয়েছে। রাজধানীতে দুটিসহ আগুন দেওয়া হয়েছে চারটি গাড়িতে।

    এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে পিকেটিং হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে। কাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস ও শনিবার মহান বিজয় উপলক্ষে বিএনপির কর্মসূচি রয়েছে।

    আগামী রোববার থেকে ফের দলটি নতুন করে হরতাল-অবরোধ কর্মসূচিতে যেতে পারে। ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপি ও সমমনা দলগুলো আগে ১০ দফায় ২১ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল করেছে। একাদশ দফা অবরোধের প্রথম দিন গতকাল রাজধানীর আরামবাগ, ফকিরাপুল, মগবাজার, সেগুনবাগিচা, সেন্ট্রাল রোড, বনশ্রী, রামপুরা, দৈনিক বাংলা মোড়, মতিঝিল, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, পল্লবী, যাত্রাবাড়ী, খিলগাঁও ও ধানমন্ডিতে মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

    প্রেস ক্লাব, কাকরাইল ও বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি ও ১২ দলীয় জোট। বিজয়নগরে বিজয়-৭১ চত্বরে কর্মসূচি পালন করে এবি পার্টি। এদিন মিছিল করে গণফোরাম ও গণঅধিকার পরিষদের দুই অংশ।

    অবরোধের পক্ষে গতকাল রাজধানীর পান্থপথ, আবদুল্লাহপুর বেড়িবাঁধ, কাফরুল, মোহাম্মদপুর, মিরপুর ৬০ ফিট আমতলা বাজার, মগবাজার, শনির আখড়া, হাজারীবাগ, রামপুরা, খিলগাঁও এবং ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে ঝটিকা মিছিল-পিকেটিং করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত।

    এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুল ইসলাম মাসুদসহ দলের নেতাকর্মীকে সাজার প্রতিবাদে গতকাল সন্ধ্যার পর জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত বিক্ষোভ করে। বিক্ষোভে মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন বলেছেন, ফরমায়েশি রায়ে চলমান আন্দোলন দুর্বল করা যাবে না।

    রাজধানীর গুলিস্তানে গতকাল সোয়া দুই ঘণ্টা ব্যবধানে দুটি বাসে আগুন দেওয়া হয়। সকাল ১০টার দিকে গুলিস্তান পাতাল মার্কেট এলাকায় বাহন পরিবহনের একটি বাসে ও দুপুর সোয়া ১২টার দিকে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

    ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো তথ্য বলছে, সকালে গাজীপুর মহানগরের গাছা থানার ঝাঁজর এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

    সন্ধ্যায় নওগাঁয় বিএনপির মিছিল থেকে একটি যাত্রীবাহী বাস ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। ঝিনাইদহের কালীগঞ্জে দুপুরে তিনটি যানবাহন ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশ চারজনকে আটক করে। উখিয়ায় সকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করে মিছিল-পিকেটিং করে বিএনপি।

    মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশি-বিদেশি সংস্থার কর্মীরা। এ ছাড়া অবরোধের সমর্থনে চট্টগ্রাম নগরী, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ঝিনাইদহের কালীগঞ্জসহ বিভিন্ন জেলায় বিক্ষোভে খবর পাওয়া গেছে।

    ফেনীতে অবরোধের মধ্যেই এদিন আলাদাভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জেলা বিএনপি। এদিকে হরতাল-অবরোধ কেন্দ্র করে নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ও গ্রেপ্তার অব্যাহত আছে।

    র‌্যাব জানিয়েছে, নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি আবদুল খালেক শুভ, সম্পাদক সিরাজুর রহমানসহ সারাদেশে চারজনকে গ্রেপ্তার করেছে তারা। এ ছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির মিছিল থেকে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

    আট নেতাকর্মী গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম বিএনপির। হবিগঞ্জে গত রোববার বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ৪০ জনের নাম উল্লেখসহ আরও অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

    বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অনুকূলে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।...