More

    বাকেরগঞ্জ ৬ আসনে আবুল হোসেন খানকে মনোনয়ন দেওয়ায় পাদ্রীশিবপুরে দোয়া, মোনাজাত অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বাকেরগঞ্জ প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ ৬ সংসদীয় আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপির আহবায়ক, আবুল হোসেন খান মনোনীত হওয়ায় উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    এ উপলক্ষে ৫ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
    ইউনিয়ন বিএনপি যুগ্ন আহ্বায়ক সুমনের সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফারুক হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুজ্জামান মিজান,

    ও আহ্বায়ক কমিটির সদস্য ও পাদ্রশিবপুর ইউনিয়ন বিএনপির টিম লিডার মিজানুর রহমান ( চুন্নু)
    অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,পৌর বিএনপির প্রচার সম্পাদক মিজানুর রহমান ( ফিরোজ), ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক আমির হোসেন দুলাল, ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, ও ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার মাসুদ হাসান, শ্রী সুনীল মাস্টার, নাঈমুল ইসলাম (হিরন) মোল্লা, লিখন মৃধা, মোঃ মাহবুব, যুবদল নেতা জহিরুল ইসলাম, মিজানুর রহমান(মোতালেব),
    এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সেক্রেটারি উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাকেরগঞ্জ ৬ আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানকে মনোনীত করায় মহান আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করেন। এবং বিভিন্ন মত পার্থক্য ভুলে গিয়ে বিএনপি’র দলীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একযোগে মাঠে কাজ করার আহ্বান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হঠাৎ ৪০ টাকা বৃদ্ধি, কারসাজির অভিযোগ

    দেশের পেঁয়াজের বাজারে হঠাৎ শুরু হয়েছে অস্থিরতা। মাত্র পাঁচ-ছয় দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। রাজধানীর...