More

    নাজিরপুরে শ্রমিক ঐক্যের আয়োজনে:নজরুল ইসলাম খান’কে সংবর্ধনা

    অবশ্যই পরুন

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দিয়েছে নাজিরপুর উপজেলা শ্রমিক ঐক্য।

    বুধবার (৫ নভেম্বর) বিকেলে নাজিরপুর টাইম টাওয়ার প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    উপজেলা শ্রমিক ঐক্যের সভাপতি বেলায়েত হোসেন মাঝির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, রিয়াজুর ইসলাম ফরাজি, মিল্টন মাঝি ও সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান শেখ (শোভন) প্রমুখ।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, “নাজিরপুরের শ্রমিকরা সমাজের সবচেয়ে পরিশ্রমী কিন্তু অবহেলিত শ্রেণি। একসময় আমি নিজেও রিকশা শ্রমিক সংগঠনের সভাপতি ছিলাম। তখন শ্রমিকদের ওপর অন্যায় ও অপ্রয়োজনীয় জরিমানা হতে দেখেছি, যার প্রতিবাদ করেছি সবসময়।”

    তিনি আরও বলেন, “শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। আগামী জাতীয় নির্বাচনে এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যারা জনগণের মৌলিক সমস্যা সমাধান করবে। বিএনপির মনোনীত প্রার্থীর মাধ্যমে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষের প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ক্ষমতাসীন গোষ্ঠীর অন্যায়- অবিচার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করে—শোষণ ও দুর্নীতিহীন, সুশাসিত পিরোজপুর গড়বো।

    উক্ত সংবর্ধনা সভায় নাজিরপুর উপজেলার ইজিবাইক-মিশুক, রিকসা-ভ্যান মালিক ও শ্রমিক সমিতি সহ বিভিন্ন স্তরের হাজার হাজার শ্রমিক স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হঠাৎ ৪০ টাকা বৃদ্ধি, কারসাজির অভিযোগ

    দেশের পেঁয়াজের বাজারে হঠাৎ শুরু হয়েছে অস্থিরতা। মাত্র পাঁচ-ছয় দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। রাজধানীর...