কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও চারজন। ঢাকার উত্তরা থেকে কক্সবাজারে আনন্দভ্রমণের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা।
নিহতদের সবাই নারী। তারা হলেন— রুমি বেগম (৬৫), তার ছেলের শাশুড়ি রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), ছেলের স্ত্রী ফারজানা মজুমদার লিজা (২৮), বোন সাদিয়া পাটোয়ারী (২৩) এবং শ্যালিকা ফারহানা মজুমদার (২৪)। নিহত সাদিয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ এবং ফারহানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার ফাঁসিয়াখালী হাঁসের দীঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, চট্টগ্রামমুখী একটি মারসা পরিবহনের যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় দুটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও পাঁচজন আহত হন।
পরে আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, আহত বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।
