More

    পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে গলাচিপায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা স্থগিত করেছে। এরই প্রেক্ষিতে এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারী নেতা-কর্মী ও সমর্থকরা গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

    বুধবার সন্ধ্যায় সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। ঘোষণা না করা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ আরো কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা কেন্দ্র তথা দলীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। অবিলম্বে তাদের কাঙ্ক্ষিত নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান তারা।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন,

    আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

    এছাড়াও বিক্ষোভ মিছিলে গলাচিপা উপজেলা ও পৌর বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    হঠাৎ ৪০ টাকা বৃদ্ধি, কারসাজির অভিযোগ

    দেশের পেঁয়াজের বাজারে হঠাৎ শুরু হয়েছে অস্থিরতা। মাত্র পাঁচ-ছয় দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৩৫ থেকে ৪০ টাকা। রাজধানীর...