স্টাফ রিপোর্টারঃ গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুধবার পল্টন মোড়ে সমাবেশে বলেছেন, সরকার হটানোর চলমান আন্দোলন ১৭ ডিসেম্বরের পর আরও বড় আকারের হবে।
তিনি বলেন, “আন্দোলন চলছে, আন্দোলন চলবে, আরও বড় আকারে আন্দোলন হবে। ১৭ ডিসেম্বরের পর আমরা আরও বড় করে আন্দোলন করব।
বিজয় দিবসের পর আমরা আন্দোলনের নতুন রূপ দেব। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এই সরকারকে হটাব।” মান্না বলেন, বর্তমান সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
আমরা এই সরকারকে হটাতে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমরা আন্দোলন চালিয়ে যাব। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান,
নাগরিক ঐক্যের মহাসচিব আয়নুল হক সোহাগ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি ও লুটপাটের বিরুদ্ধে জনগণ প্রতিবাদে নেমেছে। আন্দোলন চলতে থাকবে যতক্ষণ না সরকার পদত্যাগ না করে।
তারা বলেন, ১৭ ডিসেম্বরের পর আন্দোলন আরও বড় আকারে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে হটাতে হবে।