More

    বরিশালে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আজ ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য কলঙ্কময় দিন এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে গণহত্যা চালায়।

    তাই জাতীয়ভাবে ১৪ ডিসেম্বর যথাযত মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।

    সকালে ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম , বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শওকত আলী,

    অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম ,সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বীর প্রতিক মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

    পরে অতিথিরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টি, বাম জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ-বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কালকিনি ও ডাসারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলার কালকিনি ও ডাসার উপজেলায় দুর্গাপূজার অষ্টমী উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন...