স্টাফ রিপোর্টারঃ শীতের শেষে বাংলার গ্রামীণ প্রকৃতি যেন হলুদ রঙে সেজে ওঠে। মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুল ফুটে থাকে। সূর্যের আলোতে সেগুলো যেন এক অপরূপ দৃশ্যের সৃষ্টি করে। এই সরিষা ফুলের মধুর জন্য মৌমাছিগুলো ছুটে আসে দূর-দূরান্ত থেকে।
সকাল থেকেই মৌমাছিগুলো সরিষা ক্ষেতে নেমে পড়ে। তারা ফুলের পর ফুল ঘুরে মধু সংগ্রহ করে। মৌমাছিগুলোর গুঞ্জরণে চারপাশ মুখরিত হয়ে ওঠে।
মৌমাছিগুলো খুবই পরিশ্রমী। তারা ফুলের পর ফুল ঘুরে মধু সংগ্রহ করতে থাকে। তারা তাদের ছোট্ট শরীরে প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করতে পারে। মধু সংগ্রহ করার পর তারা তা তাদের বাসা বা মৌচাকে নিয়ে যায়।
মৌমাছির মধু খুবই উপকারী। এটি আমাদের শরীরের জন্য অনেক ভালো। মধুতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এটি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
মৌমাছির মধুর গুণাগুণের কারণে এটি একটি বিপুল চাহিদা সম্পন্ন পণ্য। মৌমাছির মধু সংগ্রহ করে অনেক মানুষ আর্থিকভাবে লাভবান হয়।
সরিষা ফুলের মধু আহরণে ছুটে চলা মৌমাছিদের দৃশ্য খুবই মনোরম। এ দৃশ্য দেখে মনে হয় যেন মৌমাছিরা হলুদ চাদরে মোড়ানো মাঠে মধুর সন্ধানে ছুটে চলেছে।