More

    বরিশালের ৪টি আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করলো জাকের পার্টি

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালের ৪টি আসন থেকে জাকের পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

    কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের এ মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানান প্রার্থিতা প্রত্যাহারকারীরা। রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

    বরিশালে ৬টি আসনের মধ্যে বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া আসনে স্বপন মৃধা, বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ আসনে মিজানুর রহমান বাচ্চু, বরিশাল-৫ সদর আসনে আবুল হোসাইন এবং বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে হুমায়ুন কবির সিকদার ছিলেন প্রত্যাহারের তালিকায় রয়েছেন।

    তারা বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন পরিবেশ শুরু থেকে দেখছেন না তারা। অপরদিকে বিশেষ একটি দলকে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ করতে চায় বলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সাথে তারাও প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় ভ্রাম্যমান আদালতে ৪ মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড

    রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় অবৈধভাবে মাংস বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর)...