More

    প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে শাম্মী-শামীম-সাদিক

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন তিন প্রার্থী সাদিক, শাম্মী ও শামীম। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে মনোনয়নপত্র বাতিল হয়েছিল তাঁদের।

    ১৭ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ, ও ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হক ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে এ রিট করেন।

    রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে পারমিশন নিয়ে শাম্মী আহমেদ ও শামীম হক রিট করেছেন বলে জানান তার আইনজীবী শাহ মনজুরুল হক।

    অন্যদিকে, হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে পারমিশন নিয়ে সাদিক আবদুল্লাহ রিট করেছেন বলে জানান তার আইনজীবী মো. খুরশীদ আলম খান।

    ১৫ ডিসেম্বর দ্বৈত নাগরিকত্ব থাকায় আওয়ামী লীগের দুইজনসহ মোট তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করে ইসি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাংবাদিক শরীফ মো. ফায়েজুল কবীরকে সংবর্ধনা প্রদান

    নিজস্ব সংবাদদাতা: জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক আলোচনা সভা ও এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।...