স্টাফ রিপোর্টারঃ বরিশালের ছয়টি আসনে নৌকার দুই প্রার্থীসহ ১১ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার রিটার্নিং অফিসার মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগের শরিক দলকে বরিশালের দুইটি আসন ছেড়ে দিতে হয়েছে। ফলে ওই আসনে নৌকার মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এরা হলেন বরিশাল ২ আসনে নৌকার মনোনীত প্রার্থী বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস ও বরিশাল-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন।
এছাড়া বরিশাল-২ আসন থেকে জাকের পার্টির মোঃ স্বপন মৃধা, বাংলাদেশ ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী মো: জহরুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ, বরিশাল-৩ আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,
বরিশাল-৫ আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ আবুল হোসাইন, বরিশাল-৬ আসন থেকে জাকের পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ হুমায়ুন কবির সিকদার,
স্বতন্ত্র প্রার্থী খান আলতাব হোসেন ও স্বতন্ত্র প্রার্থী রাজীব আহম্মদ তালুকদার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।