More

    যানবাহন নিয়ে মিছিল-শোডাউন নয়, মাইক চলবে ৬ ঘণ্টা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)।

    সোমবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ জেলার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিচ্ছেন। প্রতীক বরাদ্দের সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে ভোটের প্রচার-প্রচারণা।

    চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটের প্রচার-প্রচারণার ক্ষেত্রে মেনে চলতে হবে ইসির নির্দেশনা। বিশেষ করে ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোন যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল শোডাউন করা যাবে না।

    নির্বাচনী প্রচারকার্যে ব্যবহার করা যাবে না হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান। জনসাধারণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করতে পারে, এমন কোনো সড়কে জনসভা কিংবা পথসভা করতে করা যাবে না।

    সেই সঙ্গে কেবলমাত্র দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মাইক ব্যবহার করা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শেবাচিম হাসপাতালে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগের উদ্বোধন

    বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম চালু করা হয়েছে ইমার্জেন্সি এন্ড ক্যাজুয়ালটি বিভাগ। এখানে জরুরি অবস্থার...