অমল মুখাজী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী —৪ (কলাপাড়া— রাঙ্গাবালী) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মনোনীত মশাল প্রতিকের প্রার্থী সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু বুধবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে কলাপাড়ায় কর্মরত গনমাধ্যম কমীর্দের সাথে এক মতবিনিময়ের মধ্য দিয়ে প্রচার কাজ শুরু করেছেন।
মত বিনিময় সভায় তিনি বলেন, মুক্তিযুদ্ধ দেখেছি কিন্তু অংশ গ্রহন করতে পারিনি। তবে দেশ ও সাংবিধান রক্ষায় নির্বাচনে অংশ গ্রহন করেছি।
তিনি দেশ রক্ষায় আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে আগামী ৭ জানুয়ারি নির্বাচনে দলমতের উর্ধে উঠে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহবান জানান।
গনমাধ্যম কমীর্দের কাছে তাকে সহায়তা করার আহবান জানান। এসময় জাসদ উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক নাহিদ পারভেজসহ নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক অমল মুখাজীর্, মোহসীন পারভেজ, শরীফুল হক শাহীন, আলহাজ এনামূল হক, ইমরান ফরাজী, মোয়াজ্জেম হোসেন, ওমর ফারুক প্রমূখ। এসময় কলাপাড়ায় কর্মরত প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।