স্টাফ রিপোর্টারঃ বরিশাল ২ আসনে ১৪ দলীয় জোট প্রার্থী কমরেড রাশেদ খান মেনন নৌকায় মার্কায় ভোট চেয়ে উজিরপুরের গুঠিয়ার দাশের হাট নারায়নপুর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল থেকেই উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেন কমরেড রাশেদ খান মেনন। প্রথমে তিনি উজিরপুর উপজেলার গুঠিয়ার দাশের হাটে জনসভা করেন। এসময় তিনি বলেন, “১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমি আপনাদের ভোট চাই। আমি আপনাদের পাশে আছি। আপনারা আমাকে নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়ী করুন।
এরপর তিনি উপজেলার নারায়নপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় তিনি জনগণের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা শুনেন। তিনি বলেন, “আমি আপনাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবো। আমি আপনাদের জন্য আছি।”
গণসংযোগকালে কমরেড রাশেদ খান মেননের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নাজমুল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল আলম, উজিরপুর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম প্রমুখ।
কমরেড রাশেদ খান মেনন ১৯৪০ সালের ১৫ আগস্ট বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তিনি একজন প্রথিতযশা রাজনীতিবিদ ও সমাজসেবক।
২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল ২ আসনে নির্বাচন করছেন কমরেড রাশেদ খান মেনন।