আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আলমীরা ভেঙ্গে নগদ ২ লক্ষ ৫৩ হাজার টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের নৈশপ্রহরী মাসুদ খানকে আটক করেছে পুলিশ। অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নৈশ প্রহরী থাকার পরেও নাজির সোহেল আমিনের কক্ষের গ্রীল কেটে বুধবার গভীর রাতে ৫টি আলমীরা থাকলেও একটি আলমীরা ভেঙ্গে নগদ ২ লক্ষ ৫৩ হাজার টাকা নিয়ে যায় চোরের দল।
এঘটনা পুলিশকে জানানোর পরে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ ঘটনাস্থল পরিদর্শণ করে ওই অফিসের নৈশ প্রহরী মাসুদ খানকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা জানতে পেরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদকে জানালে তিনি আমার অফিসের নৈশপ্রহরী মাসুদ খানকে আটক করে থানায় নিয়ে যায়।