More

    আগৈলঝাড়ায় এ্যাসিলেন্ট অফিসের আলমীরা ভেঙ্গে নগদ ২ লক্ষ ৫৩ হাজার টাকা চুরি

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আলমীরা ভেঙ্গে নগদ ২ লক্ষ ৫৩ হাজার টাকা চুরি হয়েছে।

    এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের নৈশপ্রহরী মাসুদ খানকে আটক করেছে পুলিশ। অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নৈশ প্রহরী থাকার পরেও নাজির সোহেল আমিনের কক্ষের গ্রীল কেটে বুধবার গভীর রাতে ৫টি আলমীরা থাকলেও একটি আলমীরা ভেঙ্গে নগদ ২ লক্ষ ৫৩ হাজার টাকা নিয়ে যায় চোরের দল।

    এঘটনা পুলিশকে জানানোর পরে বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ ঘটনাস্থল পরিদর্শণ করে ওই অফিসের নৈশ প্রহরী মাসুদ খানকে আটক করে থানায় নিয়ে যায়।

    এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা জানতে পেরে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদকে জানালে তিনি আমার অফিসের নৈশপ্রহরী মাসুদ খানকে আটক করে থানায় নিয়ে যায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক

    নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান কমিশনের সামনে...