স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনের নৌকা মার্কার নির্বাচনী জনসভা রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের নৌকা মার্কার প্রার্থী প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। তিনি বলেন, আমরা একটি স্বাধীন দেশে জাতীয় সংসদ নির্বাচন করছি।
এদেশ স্বাধীন করেছেন বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান। জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে সোনারবাংলা করতে। কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হয়নি। পাকিস্তানি দোসররা তাকে মির্মমভাবে হত্যা করে। তবে জাতির পিতার স্বপ্ন হত্যা করতে পারেনি।
বঙ্গবন্ধুর কন্যা সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা দক্ষিানাঞ্চলের মানুষ অবহেলিত ছিলাম। প্রধানমন্ত্রী তা উপলব্দি করে এ অঞ্চলে উন্নয়নের মাইলফলক সৃষ্টি করেছেন। তিনি বলেন- পদ্মা সেতুর কারনে আজ মানুষ সকাল বেলা সবজি নিয়ে ঢাকা গিয়ে তা বিক্রি করে বিকালে বরিশালে ফিরে আসে।
করেছেন পায়রা বন্দর। ভোলা থেকে বরিশালে গ্যাস সংযোগের পাইপলাইন স্থাপন কাজ শুরু হয়ে গেছে। এদ্বারা বরিশালে শিল্প কারখানা বাড়বে। বেকারদের কর্মসংস্থান বাড়বে। বরিশাল সদর আসনে নৌকা জয়ী হলে লামচরীতে ইপিজেড নির্মাণ হবে। সেখানে দেশি বিদেশি শিল্প কারখানা হবে।
নৌকা মার্কার প্রার্থীরা জয়লাভ করতে না পারলে এসব উন্নয়ন থেমে যাবে। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরদার। উপস্থিত ছিলেন, এনামুল হক বাহার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহামুদুর রহমান মধু,
নৌকা মার্কার নির্বাচনী সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, সিটি কর্পোরেশনের কাউন্সিলর জিয়াইল রহমান বিপ্লব,
মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান শাহারিয়ার কবির বাবুসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জাগুয়া ইউনিয়নে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেন নৌকা মার্কার প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম।