আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য ভোক্তা—অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে, গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশররফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুন,
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার জন্য আলোচনা করা হয়।