আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ বরিশাল—১ আসনে জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. ছেরনিয়াবাত সেকেন্দার আলীর গনসংযোগ শেষে উঠান বৈঠন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বরিশাল—১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল মার্কার প্রার্থী এ্যাড. ছেরনিয়াবাত সেকেন্দার আলী আগৈলঝাড়া উপজেলার আস্করসহ বিভিন্ন গ্রামে নেতা—কমীর্দের নিয়ে গনসংযোগ করেন।
পরে পুরাতন আস্কর স্কুল মাঠে উপজেলা জাতীয় পার্টির সমর্থক কালী কান্ত মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বরিশাল—১ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. ছেরনিয়াবাত সেকেন্দার আলী।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হানিফ মৃধা, জাতীয় পার্টির সদস্য ভব রঞ্জন বৈদ্য, জাফর বখতিয়ার, বাদশা আকন ও ঝুনু বিশ্বাস প্রমুখ।