আগৈলঝাড়া প্রতিনিধিঃ দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল—১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার আলীকে প্রতিবন্ধী আখ্যায়িত করে গৌরনদী আগৈলঝাড়ায় অবাঞ্ছিত ঘোষণা করে লাঙ্গল প্রতীক প্রত্যাখ্যান করে এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহকে নৌকা মার্কায় ভোট দেয়ার ঘোষণা দিয়েছেন গৌরনদী ও আগৈলঝাড়ার দুই উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদকেরা দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থী এ্যাডভোকেট সেকেন্দার আলীকে দুই উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে তাদের দলীয় প্রতীক লাঙ্গল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনে নৌকায় ভোট দেয়ার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সিরাজুল হক মিয়া। যৌথ সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে সভাপতি আলহাজ।
সিরাজুল হক মিয়া ছাড়াও আগৈলঝাড়া জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা, গৌরনদী উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মো. আহাদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন রনি উপস্থিত থেকে স্বাক্ষর করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাপার নেতারা আরও বলেন, দল অংশগ্রহন মুলক নির্বাচনের জন্য সেকেন্দার আলীকে মনোনয়ন দেয়।
মনোনয়ন পেয়ে তিনি গৌরনদী আগৈলঝাড়ার জাতীয় পার্টির কোন নেতা—কর্মীর সাথে কোন রকম যোগাযোগ না করে একজন জামাত এবং একজন বিএনপি পারিচয়ধারী কর্মীকে আত্মীয় পরিচয় দিয়ে তাদের সাথে নিয়ে ঘোরাফেরা করছেন।
নির্বাচনের নামে তিনি দল, দলের প্রতীক, পার্টির চেয়ারম্যান ও পার্টির নেতা কর্মীদের সুনাম ক্ষুন্ন করে নির্বাচনে কাগুজে প্রার্থী আছেন। আজ পর্যন্ত দলের কোন প্রচার—প্রচারনাও করছেন না তিনি।
নেতৃবৃন্দরা অভিযোগে আরও বলেন, ২০১৮ সালে আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধাদের সাথে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র জনসভায় মাইকে ঘোষণা দিয়ে একশ নেতা কর্মী নিয়ে জাপার সেকেন্দার আলী আওয়ামী লীগে যোগদান করেছিলেন।
যে সংবাদ অর্ধশতাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় জাপা নেতা দাবিদার এ্যাডভোকেট সেকেন্দার আলীকে তার কর্মকান্ডের জন্য একজন মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী আখ্যায়িত করে তার ঘৃণ্য কর্মকান্ডের জন্য তাকে সংবাদ সম্মেলনের মাধ্যমে গৌরনদী ও আগৈলঝাড়ায় অবাঞ্ছিত ঘোষণা করে ৭ জানুয়ারি লাঙ্গল প্রতীক প্রত্যাখ্যান করে জাপা দলীয় নেতা কর্মীদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহকে নৌকা মার্কায় ভোট দেয়ার ঘোষণা দেন তারা।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জাপা নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া জাপার যুগ্ম সম্পাদক কাজী এনাম, সাংগঠনিক সম্পাদক মো. আলতাফ হোসেন মোল্লা, প্রচার সম্পাদক সুন্দর আলী পাইক, দপ্তর সম্পাদক আবু সাইদ খানসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।