More

    আগৈলঝাড়ায় আগাম ইরি—বোরো চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল জেলার অন্যতম শষ্য উৎপাদনকারী উপজেলা হিসেবে পরিচিত আগৈলঝাড়া উপজেলায় আগাম ইরি—বোরো চাষে নেমেছে চাষীরা। চলতি বোরো মৌসুমের শুরুতেই শীত উপেক্ষা করে বীজতলা থেকে বীজ আহরণ করে উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের চারা (বীজ)

    লাগাতে এখন ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বর্তমান আবহাওয়ার মতো চাষের সময়ে আবহাওয়া অনুকূল থাকলে এবছরও বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ বিভাগ।

    কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি—বোরো মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১০ হাজার ৪শ ১০ হেক্টর জমি ইরি—বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩০শ হেক্টর জমি। চাষকৃত জমিতে ফসল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৫০মেট্টিক টন চাল। বাকী ১০হাজার ২শ ৪০হেক্টর জমিতে চাষ হবে হাইব্রীড ধান।

    ইতোমধ্যেই ৫টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আগাম চাষ শুরু করেছেন কৃষকরা। গৈলা গ্রামের কৃষক শাহআলম সরদার জানান, সরকারী প্রনোদনার অংশ হিসেবে হাইব্রীড ধান বীজ পেয়ে আগাম চাষ শুরু করেছি।

    উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় জানান, আবহাওয়া বৈরী না হলে এবং কীটপতঙ্গর আক্রমন কম হলে এবছরও ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অফিস থেকে কৃষকদের সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে ভিডিও করার অপরাধে পুলিশের হাতে শিশু নির্যাতনের অভিযোগ

    নিউজ ডেস্ক : পটুয়াখালী বাউফলে ভিডিও করার অপরাধে মো. হামিম (১০)  নামের এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে বাউফল থানার...